Wellcome to National Portal

০৬নং বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়, উলিপুর, কুড়িগ্রাম তথ্য বাতায়নে স্বাগতম। সেবা বক্স মেনুতে "আমাদের সম্পর্কে" নাম ও মোবাইল নম্বরসহ লিংক দেয়া আছে। বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের আওতাভুক্ত  যেকোন বিশেষ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । ধন্যবাদ

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দ্বায়িত্ব

    গ্রামপুলিশেরপ্রত্যেকসদস্যদেরযেকোননামবাউপাধিতেসম্বোধনকরাহোকনাকেনতাহারস্থানীয়সরকার(ইউনিয়নপরিষদ)অধ্যাদেশ১৯৮৩এরতপছিল-১এর২য়অংশেবর্নিতক্ষমতাপ্রয়োগকরবেনএবংকর্তব্যপালনকরবেন।গ্রামপুলিশেরক্ষমতাও  কর্তব্যনিম্নরুপঃ

১।    তিনিদিনেওরাতেইউনিয়নেপাহারাওটহলদারীকরিবেন।

২।    অপরাধেরগ্রেফতারকরতেসাধ্যমতপুলিশকেসহায়তাকরবেন।

৩।   চেয়ারম্যানওইউনিয়নপরিষদকেসরকারীদায়িত্বপালনেসহায়তাকরবেন।

৪।    অন্যনির্দেশনাথাকলেপ্রতিপনেরদিনঅন্তরএলাকারঅবস্থাসম্পর্কেসংশ্লিষ্টথানারভারপ্রাপ্তকর্মকর্তাকেঅবহিতকরবেন।

৫।    ইউনিয়নেরখারাপচরিত্রেরলোকদেরগতিবিধিলক্ষ্যকরবেনএবংমাঝেমাঝেথানারভারপ্রাপ্তকর্মকর্তাকেঅবহিতকরবেন।পাশ্ববর্তীএলাকাহইতেআগতকোনসন্দিহজনকব্যক্তিরউপস্থিতিসম্পর্কেওথানারভারপ্রাপ্তকর্মকর্তাকেঅবহিতকরবেন।

৬।   ইউনিয়নেলুকিয়াথাকাকোনব্যক্তি,যারজীবনধারনেরজন্যপ্রকাশ্যকোনআয়নেয়বাতারনিজেরপরিচয়  সম্পর্কেসন্তোষজনককোনজবাবদিতেপারেনাএমনকোনলোকসম্পর্কেথানারভারপ্রাপ্তকর্মকর্তারনিকটরিপোর্টপ্রদান  করবেন।

৭।    থানারভারপ্রাপ্তকর্মকর্তাকেসেসকলবিষয়সম্পর্কেঅবহিতকরবেন,যাবিরোধ, দাঙ্গা-হাঙ্গামাবাতুমুলকলহসৃষ্টিকরতেএবং  জনগনেরশান্তিবিঘ্নিতকরতেপারে।

৮।   ইউনিয়নেনিম্নলিখিতঅপরাধসংগঠনবাসম্পাদনেরঅভিপ্রায়সম্পর্কেকোনতথ্যঅবহিতহলেতাঅনতিবিম্বথানারভারপ্রাপ্তকর্মকর্তাকেঅবহিত  করবেন।যেমন-

(ক) দাঙ্গা- হাঙ্গাম।

(ক) গোপনেমৃতদেহসরিয়েজম্মসংক্রান্ততথ্যগোপনকরা।

(গ) কোনশিশুকেবাড়ীহতেবেরকরেমৃত্যুরমুখেঠেলেদেয়া

(ঘ) আগুনেরসাহায্যেসংঘটিতক্ষতি,

(ঙ) বিষপ্রয়োগেগবাদিপশুরঅনিষ্টবাক্ষতিকরা।

(চ)    নরহত্যাবাআত্নহত্যারপ্রচেষ্টাএবংউপরেউল্লেখিতঅপরাধসংঘটনবাঅপরাধসংঘটনকরারপ্রচেষ্টা।

৯।   উপরেউল্লেখিতঅনুচ্ছেদবর্নিতঅপরাধঅথবাআদালতেগ্রহনযোগ্যযেকোনঅপরাধবন্ধকরতেবাবন্ধকরারউদ্দেশ্যেমধ্যস্থতাকরারক্ষেত্রেযথাসাধ্যচেষ্টাকরবেন।

১০।জম্মওমৃত্যুরেজিষ্ট্রারসংরক্ষনএবংএলাকারসবজম্মওমৃত্যুসম্পর্কেইউনিয়নপরিষদকেঅবহিতকরবেন।

১১।মানুষবাপশুবাফসলেরমধ্যেকোনমহামারীবাসংক্রামকরোগ  বাপোকারআক্রমনব্যাপকআকারেদেখাদিলেতৎক্ষনাৎইউনিয়নপরিষদকেএসম্পর্কেঅবহিতকরবেন।

১২।   কোনবাঁধেসেচেক্ষতিবাত্রুটিদেখাদিলেঅনতিবিলম্বেইউনিয়নপরিষদকেঅবহিতকরবেন।

১৩।সরকারীকাজেরউদ্দেশ্যেযেকোনস্থানীয়তথ্যসরবরাহকরবেন।

১৪।  খাজনাঅথবাভূমিউন্নয়নকর  স্থানীয়কর, ফিবাঅন্যপাওনাসংগ্রহওআদায়েতিনিরাজস্বকর্মচারীদেরসহায়তাকরবেন।

১৫।অধ্যাদেশের  অধীনেকোনঅপরাধসংঘটনবাসংঘটনেরঅভিপ্রায়সম্পর্কেজ্ঞাতহলেবাজানতেপারলেতাইউনিয়নপরিষদকেঅবহিতকরবেন।

১৬।ইউনিয়নপরিষদেরবাইউনিয়নপরিষদেরঅধিকারন্যস্তকোনস্থাবরবাঅস্থাবরসম্পত্তিরক্ষতিসাধানবাপ্রতিবন্ধকতাসৃষ্টিবাঅন্যায়দখলসম্পর্কেতিনিঅবলিম্বেইউনিয়নপরিষদকেঅবহিতএবংএধরনেরক্ষতি, প্রতিবন্ধকতাবাঅন্যায়দখলরোধকরারজন্যমধ্যস্থতাকরতেপারবেন।

১৭।  ইউনিয়নপরিষদেরনির্দেশেকোনবাসিন্দারআবাসস্থলওসম্পত্তিরউপরপরোয়ানাজারীকরতেপারবেন।

১৮।গ্রামপুলিশম্যজিষ্ট্রেটেরআদেশওওয়ারেন্টবাগ্রেফতারীপ্ররেয়ানাছাড়াইনিম্নলিখিতক্ষেত্রেগ্রেফতারকরতেপারবেনঃ

(ক)আমলযোগ্যঅপরাধেরসাথেজড়িতকোনব্যক্তিবাযারবিরুদ্ধেযথার্থঅভিযোগউত্থাপনকরাহয়েছেবাবিশ্বাসযোগ্যতথ্যপাওয়াগেছেবাকোনঅপরাধমূলককাজেরসহিতজড়িতথাকারযুক্তিসংগতকারণরয়েছে।

(খ) বৈধকারনছাড়াইকোনব্যক্তিরকাছেঘরভাংগারসরঞ্জামপাওয়াগেলে।

(গ) সরকারেরকোনআদেশবলেবা১৮৯৮সালেরফৌজদারীকার্যবিধির(১৮৯৮সালের৫নংআইন) অধীনকোনব্যক্তিকেযদিঅপরাধীঘোষনাকরাহয়।

(ঘ)যেকোনব্যক্তিযারঅধিকারেএমনসকলদ্রব্যবামালরয়েছেযাচোরাইমালবলেসন্দেহকরারযথার্থকারনরয়েছেবাএমালদেখেসেকোনঅপরাধসংঘটনেরসাথেজড়িতআছেবলেযথার্থভাবেসন্দেহহলে।

(ঙ) বৈধহেফাজতবাতত্ত্বাবধানেহতেকোনব্যক্তিপালিয়েগেলেবাপালাবারচেষ্টাকরলে।

(চ) কোনব্যক্তিকোনসরকারীকর্মচারীকেতারসরকারীদায়িত্বপালনেবধাদিলে।

(ছ) এমনকোনব্যক্তিযাকেবাংলাদেশসেনাবাহিনী, নৌ-বাহিনীবাবিমানবহিনীরপলাতকসৈনিকবলেযথার্থভাবেসন্দেহহলে।

(জ) মুক্তিপ্রাপ্তকোনঅপরাধী১৮৯৮সালেরফৌজদারীকার্যবিধির(১৮৯৮সালের৫নংআইন৫৬৫ধারায়) (৩) উপধাররকোনবিধানভঙ্গকরলে।

১৯।সাধারনলোককোনব্যক্তিকেবৈধভাবেগ্রেফতারকরলেতিনিতাদেরসাহায্যকরবেনএবংদেরীনাকরেএধরনেরগ্রেফতারসম্পর্কেথানারভারপ্রাপ্তকর্মকর্তাকেঅবহিতকরবেন।

২০।গ্রামেকর্মরতসরকারীকর্মচারীবাকোনসাধারনলোকসাময়িকভাবেবলবৎকোনআইনবলেকোনব্যক্তিকেগ্রেফতারকরলেতারদায়িত্বগ্রহনকরবেনএবংতিনিযেব্যক্তিরবাব্যক্তিবর্গেরদায়িত্বগ্রহণকরছেনবাতিনিনিজেইযেব্যক্তিবাব্যক্তিদেরগ্রেফতারকরেছেনতাদেরঅনতিবিলম্বেথানারভারপ্রাপ্তকর্মকর্তারকাছেহাজিরকরবেন।তবেশর্তথাকেযে, রাতেরঅন্ধকারেকোনব্যক্তিবাব্যক্তিদেরগ্রেফতারকরাহলেতাকেবাতাদেরকেগ্রামেবৈধতত্ত্বাবধানেরাখাযেতেপারে।কিন্তুপরদিনসকালেসম্ভাব্যতড়াতাড়িসময়েতাদেরকেথানায়হাজিরকরতেহবে।

 

২১।  বিভিন্নসময়েআইনঅনুযায়ীতারউপরঅর্পিতদায়িত্বপালনকরবে।উপরোক্তকার্যবলীছাড়াওগ্রামপুলিশএলকারবিভিন্নধর্মীয়, সামাজিকওসাংস্কৃতিকপ্রতিষ্ঠানেরসদস্যহিসাবেগুরুত্বপূর্নভূমিকাপালনকরেন।

 

          এছাড়াওগ্রামপুলিশআরওকিছুগুরুত্বপূর্নদায়িত্বপালনকরেথাকেনযেমন-এলাকারকোনঅস্বাভাবিকমৃত্যুহলেবামার্ডারহলেলাশপাহারাদেয়াএবংলাশথানায়পৌঁছানপর্যন্ততারসঙ্গেথাকা।থানারপুলিশএলাকায়আসলেতাদেরসর্বক্ষণেরসাথীহওয়া।সরকারীকোনউচুপর্যায়েরকর্মকর্তাএলাকাপরিদর্শনেএলেতাঁকেসর্বক্ষণেরসাথীহওয়া।সরকারীকোনউচুপর্যায়েরকর্মকর্তাএলাকাপরিদর্শনেএলেতাঁকেসার্বিকসাহায্যকরা, কোর্টেরমামলামোকর্দ্দমারনোটিশজারীএবংচেয়ারম্যানওসদস্যদেরআদেশানুসারেকাজকরা।গ্রামপুলিশগণবর্তমানেথানাপুলিশওসময়সময়ইউনিয়নপরিষদঅফিসেওহাজিরাদিতেহয়।গ্রামআদালতেরবিচারকালেতাদেরউপস্থিতথাকতেহয়।এমনিভাবেদেখাযায়যে, গ্রামপুলিশগণবিভিন্নদায়িত্বপালনকরেআসছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

গ্রাম পুলিশের ক্ষমতা ও কার্যাবলী

  • একজন গ্রাম পুলিশ দিনে ও রাতে ইউনিয়নে পাহাড়া ও টহলদারী করেন।
  • অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করেন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করেন।
  • চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করেন।
  •  অন্য নির্দেশ না থাকলে প্রতি পনের দিন অন্তর এলাকার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
  • ইউনিয়নের খারাপ চরিত্রের লোকেদেরগতিবিধি লক্ষ্য করেন এবং মাঝে মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিতকরেন। পাশের এলাকা থেকে আগত কোন সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি সম্পর্কেওথানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
  • ইউনিয়নে লুকিয়ে থাকা কোন ব্যক্তি, যার জীবন ধারণের জন্য প্রকাশ্য কোন আয় নেই বা যে তার নিজের পরিচয় সম্পর্কেসন্তোষজনক কোন জবাব দিতে পারেনা, এমন লোক সম্পর্কে থানার ভারপ্রাপ্তকর্মকর্তার নিকট রিপোর্ট প্রদান করেন।
  • থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সে সকলবিষয় সম্পর্কে অবহিত করেন, যা বিরোধ, দাংগা-হাংগামা বা তুমুল কলহ সৃষ্টিকরতে পারে এবং জনগণের শান্তি বিঘ্নিত করতে পারে।
  • ইউনিয়নে নিম্নলিখিত অপরাধ ঘটলে বাঘটার সম্ভবনা সম্পর্কে কোন তথ্য জানতে পারলে তা দ্রুত থানার ভারপ্রাপ্তকর্মকর্তাকে অবহিত  করেন। যেমন-
  • দাংগা-হাংগামা,
  • গোপনে মৃতদেহ সরিয়ে জন্ম সংক্রান্ত তথ্য গোপন করা,
  • কোন শিশুকে বাড়ি হতে বের করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া,
  • আগুনের সাহায্যে সংঘটিত ক্ষতি,
  • বিষ প্রয়োগে গবাদিপশুর অনিষ্ট বা ক্ষতি করা,
  • নরহত্যা বা আত্মহত্যার প্রচেষ্টা এবং উপরে উল্লেখিত অপরাধ সংঘটন বা অপরাধ সংঘটন করার চেষ্টা।
    1. আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোনব্যক্তি বা যার বিরুদ্ধে যথার্থ অভিযোগ উত্থাপন করা হয়েছে বা বিশ্বাসযোগ্যতথ্য পাওয়া গেছে বা কোন অপরাধমূলক কাজের সহিত জড়িত থাকার যুক্তিসংগত কারনরয়েছে।
    2. বৈধ কারন ছাড়াই কোন ব্যক্তির কাছে ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া গেলে।
    3. সরকারের কোন আদেশ বলে বা ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির (১৮৯৮ সালের ৫ নং আইন) অধীন কোন ব্যক্তিকে যদি অপরাধী ঘোষণা করা হয়।
    4. যে কোন ব্যক্তি যার অধিকারে এমন সকলদ্রব্য বা মাল রয়েছে যা চোরাই মাল বলে সন্দেহ করার যথার্থ কারন রয়েছে বা এমাল দেখে সে কোন অপরাধ সংঘটনের সাথে জড়িত আছে বলে যথার্থভাবে সন্দেহ হলে।
    5. বৈধ হেফাজত বা তত্ত্বাবধান হতে কোন ব্যক্তি পালিয়ে গেলে বা পালাবার চেষ্টা করলে।
    6. কোন ব্যক্তি কোন সরকারী কর্মচারীকে তার সরকারী দায়িত্ব পালনে বাঁধা দিলে।
    7. এমন কোন ব্যক্তি যাকে বাংলাদেশ সেনাবাহিনী,নৌ-বাহিনী বা বিমান বাহিনীর পলাতক সৈনিক বলে যথার্থভাবে সন্দেহ হলে।
    8. মুক্তিপ্রাপ্ত কোন অপরাধী ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির (১৮৯৮ সালের ৫ নং আইন ৫৬৫ ধারায়) (৩) উপধারার কোন বিধান ভংগ করলে ।
  • উপরে উল্লেখিতঅনুচ্ছেদে বর্ণিতঅপরাধ অথবা আদালতে গ্রহণযোগ্য যেকোন অপরাধ বন্ধ করতে বাবন্ধ করারক্ষেত্রে মধ্যস্থতা করার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করেন।
  • জন্ম ও মৃত্যুরেজিস্ট্রার সংরক্ষণ এবং জন্ম ও মুত্যু সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করেন।
  • মানুষ বা পশু বাফসলের মধ্যেকোন মহামারী বা সংক্রামক রোগ বা পোকার আক্রমণ ব্যাপক আকারে দেখাদিলেসাথে সাথে ইউনিয়ন পরিষদকে এ সম্পর্কে অবহিত করেন।
  • কোন বাঁধে বাসেচে ক্ষতি বা ত্রুটি দেখা দিলে অনতিবিলম্বে ইউনিয়ন পরিষদকে অবহিত করেন।
  • সরকারী কাজেরউদ্দেশ্যে যেকোন স্থানীয় তথ্য সরবরাহ করেন।
  • খাজনা বা ভূমিউন্নয়ন কর,স্থানীয় কর,ফি বা অন্য পাওনা সংগ্রহ ও আদায়ে তিনি রাজস্বকর্মচারীদের সহায়তা করেন।
  • অধ্যাদেশেরঅধীনে কোন অপরাধ সংঘটন বা সংঘটনের অভিপ্রায় সম্পর্কে জ্ঞাত হলে বা জানতেপারলে তা ইউনিয়ন পরিষদকে অবহিত করেন।
  • ইউনিয়ন পরিষদেরবা ইউনিয়নপরিষদের অধিকারে ন্যস্ত কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তির ক্ষতিসাধনবা প্রতিবন্ধকতা সৃষ্টি বা অন্যায় দখল সম্পর্কে তিনি অবিলম্বে ইউনিয়নপরিষদকে অবহিত এবং এ ধরণের ক্ষতি,প্রতিবন্ধকতা বা অন্যায় দখল রোধ করার জন্যমধ্যস্থতা করেন।
  • ইউনিয়ন পরিষদেরনির্দেশে কোন বাসিন্দার আবাসস্থল বা সম্পত্তির উপর পরোয়ানা জারি করেন।
  • গ্রাম পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেন্ট বাগ্রেফতারী পরোয়ানা ছাড়াই নিম্নলিখিত ক্ষেত্রে গ্রেফতার করতে পারেন:
  • সাধারণ লোক কোন ব্যক্তিকে বৈধভাবেগ্রেফতার করলে তিনি তাদের সাহায্য করেন এবং দেরী না করে এধরণের গ্রেফতারসম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
  • গ্রামে কর্মরত সরকারী কর্মচারী বাকোন সাধারণ লোক সাময়িক ভাবে বলবৎ কোন আইন বলে কোন ব্যক্তিকে গ্রেফতার করলেতিনি তার দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি যে ব্যক্তির বা ব্যক্তিবর্গেরদায়িত্ব গ্রহণ করেছেন বা তিনি নিজেই যে ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেফতারকরেছেন তাদেরকে অনতিবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করবেন।তবে শর্ত থাকে যে, রাতের অন্ধকারে কোন ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেফতার করাহলে তাকে বা তাদেরকে গ্রামে বৈধ তত্ত্বাবধানে রাখা যেতে পারে। কিন্তুপরদিন সকালে সম্ভাব্য তাড়াতাড়ি সময়ে তাদেরকে থানায় হাজির করতে হয়।
  • বিভিন্ন সময়ে আইন অনুযায়ী তার উপরঅর্পিত দায়িত্ব পালন করেন। উপরোক্ত কার্যাবিলী ছাড়াও গ্রাম পুলিশ এলাকারবিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবেগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
  • অস্বাভাবিক মৃত্যু বা খুনের ক্ষেত্রে লাশ পাহাড়া দেন এবং থানায় পৌঁছনো পর্যন্ত লাশের সঙ্গে থাকেন।
  • এলাকায় থানার পুলিশ এলে সবসময় তাদের সাথে থাকেন।
  • উঁচু পর্যায়ের সরকারী কর্মকর্তাগণ পরিদর্শনে এলে তাদেরকে সার্বিক সহায়তা করেন।
  • আদালতের মামলা মোকদ্দমার তারিখ জারি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের আদেশ অনুসারে কাজ করেন।
  • গ্রাম আদালতে বিচার চলাকালে উপস্থিত থাকেন।
  • গ্রাম পুলিশগণ থানা এবং ইউনিয়ন পরিষদের যৌথ নিয়ন্ত্রণে কাজ করেন; প্রতি সপ্তাহে তারা থানা এবং সময় সময় ইউনিয়ন পরিষদে হাজিরা দেন।